ভোলায় জেলেদের বরাদ্দের ২০ টন চাল নিয়ে ট্রাক পুকুরে

ভোলায় জেলেদের নামে সরকারি বরাদ্দের ২০ টন চাল নিয়ে ট্রাক পুকুরে পড়ে গেছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2020, 11:29 AM
Updated : 30 March 2020, 11:29 AM

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতখান উপজেলার দলিল উদ্দিন খায়েরহাটে আলী আশরাফ কলেজের রাস্তার পশ্চিম পাশের এক পুকুরে ট্রাকটি পড়ে যায়।

দৌলতখান উপজেলার নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ জানান, দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের জেলেদের নামে সরকার ২০ টন চাল বরাদ্দ দেয়। সোমবার দুপুরে ওই চালবাহী ট্রাকটি ভোলা থেকে দৌলতখান উপজেলার খাদ্য গুদামের যাচ্ছিল।

“পথে নিয়ন্ত্রণ হারিয়ে দৌলতখানের দলিল উদ্দিন খায়েরহাটে আলী আশরাফ কলেজের রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।”

দৌলতখান উপজেলার দ্বিতীয় ধাপের বরাদ্দকৃত এ চাল আগামী কয়েক দিনের মধ্যে জেলেদের মধ্যে বিতরণ করার কথা ছিল বলে তিনি জানান।

দৌলখান উপজেলার মৎস্য কর্মকর্তা মাহফুজুর হাসনাইন জানান, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার সাত উপজেলার ১৯০ কিলোমিটার নদীতে সব ধরণের মাছ শিকার, বিক্রি, বাজারজাত ও পরিবহনের উপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। ফলে দৌলতখান উপজেলার জেলেরাও বেকার হয়ে পড়েছে।

সারাদেশের মত দৌলতখানের ২১ হাজার ২৯৩ জন সরকারি তালিকাভুক্ত জেলের মধ্যে ১১ হাজার ৮৮৬ জনের নামে এ চাল বরাদ্দ হয়।

সোমবার বিকালে ট্রাকটি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছিলেন।