গোপালগঞ্জে পৌনে দুই লাখ ডিম বিতরণ শুরু

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশে ঘরবন্দি থাকা দরিদ্র মানুষদের পুষ্টির চাহিদা মেটাতে গোপালগঞ্জে ডিম বিতরণ করা হচ্ছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2020, 10:27 AM
Updated : 30 March 2020, 10:27 AM

সোমবার সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে ২৫ হাজার ডিম বিতরণ করে এ কার্যক্রমের শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান খান।

দেশের বৃহৎ পোলট্রি শিল্প প্রতিষ্ঠান কাজী ফার্ম বিনামূল্যে এসব ডিম বিতরণের জন্য সরবরাহ করছে বলে জানান সাদিকুর।

তিনি বলেন, “কাজী ফার্মে উৎপাদিত এক লাখ ৭৫ হাজার ডিম আমার কাছে বিতরণের জন্য দেওয়া হয়েছে। এর মধ্যে ২৫ হাজার ডিম আমরা বিতরণ করেছি।

“এক লাখ ৫০ হাজার ডিম আমরা সদর উপজেলার আরো ২০টি ইউনিয়নের দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করব।”

এদিন দুপুরে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা সদর উপজেলার মানিকদহ আদর্শ গ্রামের ১৭৫ জন অসহায় দিনমজুর পরিবারের মধ্যে চাল, ডাল, লবণ, তেল, পেঁয়াজ, আলু, মরিচসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন।