নোয়াখালীতে ডাকাত রব তুলে কিশোরকে পিটিয়ে হত্যা

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় ধাক্কা লাগা নিয়ে বিরোধের জেরে মাইকে ডাকাত ঘোষণা দিয়ে এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে জনতা।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2020, 10:12 AM
Updated : 30 March 2020, 10:24 AM

চাষিরহাট ইউনিয়নের কাবিলপুর উত্তর পাড়া এলাকায় রোববার রাতে এ ঘটনা ঘটে বলে সোনাইমুড়ি থানার ওসি আব্দুস সামাদ জানান।

নিহত রফিকুর ইসলাম সুমন (১৮) একই ইউনিয়নের দক্ষিণ পোরকরা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি এলাকায় অটোরিকশা চালাতেন।

ওসি বলেন, শনিবার রাতে সুমন তার অটোরিকশা নিয়ে কাবিলপুর উত্তরপাড়া দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় এক ব্যক্তির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় স্থানীয় লোকজন তাকে মারধর করে বেঁধে রাখে। খবর পেয়ে সুমনের এলাকার লোকজন তাকে উদ্ধার করে নিয়ে যায়।

“এরপর রোববার সুমন তার লোকজন নিয়ে আবারও উত্তর পাড়ায় গিয়ে একটি দোকানে ঢুকে কয়েক জনকে মারধর করে। এ সময় মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিলে আশপাশের লোকজন জড়ো হয়ে সুমন গণপিটুনি দিয়ে সড়কের পাশে ফেলে রাখে।”

খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সোমবার ভোরে তার মৃত্যু হয় বলে জানান ওসি।

লাশ ময়নাতদন্তের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।