শেরপুরে শ্বাসকষ্টে ভোগার পর নির্মাণ শ্রমিকের মৃত্যু, ১০ বাড়ি লকডাউনে

শেরপুরে তিন দিন শ্বাসকষ্টে ভোগার পর এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ১০ বাড়ি লক ডাউনে রেখেছে স্থানীয় প্রশাসন।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2020, 07:55 AM
Updated : 30 March 2020, 07:55 AM

ওই ব্যক্তি শ্বাসকষ্টের রোগী ছিলেন বলে সিভিল সার্জন জানিয়েছেন।

জেলার সিভিল সার্জন একেএম আনওয়ারুর রউফ বলেন, উপজেলার দক্ষিণ পলাশীকুড়া গ্রামের ৫৫ বছর বয়সী এই ব্যক্তি রোববার রাত ১০টার দিকে নিজের বাড়িতে মারা যান। খবর পেয়ে সোমবার সকালে মেডিকেল টিম ওই ব্যক্তির বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে। পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠায়।

“ওই ব্যক্তি শ্বাসকষ্টের রোগী ছিলেন। তবু অধিকতর সতর্কতা হিসেবে প্রশাসনিক ব্যস্থায় জানাজা-দাফন হবে। এছাড়া ওই বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে।”

ওই ব্যক্তি বাগেরহাটের রামপালে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন বলে এলাকাবাসী জানিয়েছে।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আরিফুর রহমান পরিবারের বরাতে বলেন, রামপাল থেকে তিন দিন আগে ওই ব্যক্তি শ্বাসকষ্ট নিয়ে গ্রামের বাড়িতে আসেন। রামপালে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে কোন প্রতিষ্ঠানে কাজ করতে তা এখনও জানা যায়নি।