কুষ্টিয়ায় জ্বর-সর্দিতে অটোচালকের মৃত্যু, নমুনা আইইডিসিআরে

কুষ্টিয়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2020, 07:07 AM
Updated : 30 March 2020, 07:07 AM

সোমবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন বলে কর্তৃপক্ষ জনিয়েছে। তার নমুনা সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

মৃত ব্যক্তির বয়স (৪০)।তার বাড়ি ভেড়ামারা উপজেলার ক্লিকমোড় এলাকায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার বলেন, গত তিনদিন ধরে ওই অটোচালক ঠাণ্ডা, জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুলছিলেন। সোমবার ভোরে তিনি অচেতন হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।

“সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন ।”

ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে বলে হাসপাতালের

এমআরও তাপস কুমার সরকার জানান।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম জানান, করোনাভাইরাসের লক্ষণ নিয়ে অটোচালকের মৃত্যুর পর তার বাড়িটি লকডাউন করা হয়েছে এবং লাশ যথাযথ প্রক্রিয়ায় প্রশাসনের মাধ্যমে দাফন করানোর জন্য তার গ্রামের বাড়ি পাঠানো হয়েছে।