ঢাকা থেকে জামালপুরে ফেরা গৃহবধূর কোভিড-১৯ সন্দেহে ২০ বাড়ি লক ডাউনে

ঢাকা থেকে জামালপুরে আসা এক গৃহবধূ করোনাভাইরাসে ( কোভিড-১৯ ) আক্রান্ত হয়েছেন সন্দেহে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2020, 07:02 AM
Updated : 30 March 2020, 07:15 AM

এছাড়া গৃহবধূর বাড়ির আশপাশের ২০ বাড়ি লক ডাউন করা হয়েছে বলে জামালপুরের সিভিল সার্জন গৌতম রায় জানিয়েছেন।

তিনি বলেন, “ইসলামপুর উপজেলার ঢেংগারগড় গ্রামের ওই গৃহবধূ তিন-চার দিন আগে ঢাকা থেকে বাড়ি আসেন। পরে তার জ্বর হয়। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে নমুনা সংগ্রহ করা করে রোববার রাতে ঢাকায় পাঠানো হয়েছে।

“এ ঘটনায় ওই বাড়ির আশপাশের ২০টি বাড়ি লক ডাউন ঘোষণা করে সেসব বাড়ির বাসিন্দাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”

জামালপুরে বিদেশফেরত ১১১ জন বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে ৫৩০ জনের হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে। তারা ছাড়পত্র পেয়েছেন।