করোনাভাইরাস: বেকায়দায় ঝালকাঠির শ্রমজীবীরা

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে প্রায় সবকিছু বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে ঝালকাঠির শহরের শ্রমজীবী পরিবারগুলো।

পলাশ রায় ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2020, 04:48 AM
Updated : 30 March 2020, 06:06 AM

কলাবাগান, কাঠপট্টিসহ শহরের বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়ে জানা গেছে, অনেকেরই নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী শেষ হয়ে গেছে। কিন্তু কাজ না থাকায় তারা এখন কোনো উপায় পাচ্ছেন না।

কাঠপট্টি এলাকার তরুণ হাসান মাহামুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেকের ঘরেই এখন হাহাকার। সরকারি বা বেসরকারি উদ্যোগে এসব পরিবারের জন্য এখন পর্যন্ত কোনো খাদ্যসামগ্রী  জোটেনি।

“সামান্য চাল-ডাল, আলু-তেলের চাহিদা থাকলেও কাউকে দেখা যায়নি অসহায় এসব দরিদ্র মানুষগুলোর জন্য নিয়ে আসতে। অথচ মাস্ক, সাবানপানি বিতরণের কর্মসূচির ফটোসেশনে অনেককেই দেখা যায়।”

তবে জেলা প্রশাসক জানিয়েছেন, শ্রমজীবী পরিবারগুলো জন্য সরকারি ত্রাণসামগ্রী এসেছে। এসব বিতরণ শুরু হবে।

ঝালকাঠি পৌরসভায় প্রাথমিকভাবে এক হাজার পরিবারকে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু ও দুই কেজি করে ডাল দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, তাছাড়া আরও চাহিদাপত্র পাঠানো হবে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী শ্রমজীবী মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।