করোনাভাইরাস: বাসন্তী পূজার টাকায় দরিদ্র পরিবারে খাদ্য বিতরণ

করোনাভাইরাস সংক্রমণের মহামারীর মধ্যে হিন্দু সম্প্রদায়ের আসন্ন বাসন্তী পূজার খরচের অর্থ কর্মহীন দরিদ্রদের দিয়েছেন নেত্রকোণার এক মণ্ডপের পুণ্যার্থীরা।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2020, 05:09 PM
Updated : 29 March 2020, 06:55 PM

জেলা শহরের পাটপট্রি পূজা মন্দির কমিটির লোকজন রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

পাটপট্রি পূজা মন্দির কমিটির সভাপতি বাবুল সরকার বলেন, আগামী ৩০ মার্চ থেকে ৫ দিনব্যাপী বাসন্তী পূজার আয়োজনের জন্যে এক মাস আগে থেকেই উদ্যোগ নেওয়া হয়। এবার পূজার জন্য প্রায় এক লাখ টাকা বাজেট করা হয়। এরইমধ্যে এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের কাছ থেকে টাকাও ওঠানো হয়।

“কিন্তু করোনাভাইরাসের এই পরিস্থিতিতে পূজার অনুষ্ঠান বন্ধ রাখার পাশাপাশি পূজার টাকায় এলাকার সব ধর্মের অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।”

কমিটির সাধারণ সম্পাদক ঝন্টু সাহা বলেন, সকাল থেকে দুইশরও বেশি  অস্বচ্ছল পরিবারের মাঝে চাল, ডাল, লবণ, তেলসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়।

“প্রতি প্যাকেটে ২২০ টাকার পণ্য দেওয়া হয়। পরে আরও একশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হবে।”

জেলা প্রশাসনের খাবার বিতরণ

জেলা প্রশাসনও অস্বচ্ছল পরিবারের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ করেছে।

জেলা প্রশাসক মইনউল ইসলাম জানান, জেলা প্রশাসন বরাদ্দের ১০০ মেট্রিক টন চাল ও নগদ ১০ লাখ টাকা বিতরণ কার্যক্রম চালাচ্ছে।

“জেলার ১০টি উপজেলায় এই খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। এরই মধ্যে ১৭ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।”

বাকি চাল ও নগদ টাকা বিতরণের কাজ চলছে বলে জানান তিনি।