শরীয়তপুরে সিভিল সার্জন অফিসের চিকিৎসক অনুপস্থিত

শরীয়তপুর সিভিল সার্জন অফিসের করোনাভাইরাস রোধের কাজে নিয়োজিত এক চিকিৎসক বিনা নোটিসে পাঁচদিন ধরে অফিসে যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2020, 01:53 PM
Updated : 29 March 2020, 01:53 PM

রোববার সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী গোলাম মোস্তফা জানান, গত বুধবার থেকে এ পর্যন্ত বিনা অনুমতিতে পাঁচ দিন ধরে অনুপস্থিত রয়েছেন করোনাভাইরাস প্রতিরোধে কর্তব্যরত এম ও ডিসি ডা. আবদুর রশিদ।

“ফলে জেলা স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুমের তথ্য আদান-প্রদানের জন্য কোনো চিকিৎসক নেই।”

সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী গোলাম মোস্তফা ও হিসাবরক্ষক এইচএম শাহ আলম মনে করছেন ‘ভয়ে’ অফিস করছেন না তিনি।

এদিকে, রোববার সেই চিকিৎসক বাড়ি থেকে কাজ করা অনুমতি চেয়ে ইমেইল পাঠিয়েছেন বলছেন তিনি।

তবে ডা. আবদুর রশিদ বলেন, “আমি বৃহস্পতিবার অফিস করছি। শুক্রবার, শনিবার ও রোববার অফিস করিনি। বাসায় বসে অফিস করছি।

“অফিস যদি জরুরি প্রয়োজন মনে করলে আমি অফিসে যাব।”

এ ব্যাপারে শরীয়তপুরের সিভিল সার্জন এসএম আবদুল্লাহ আল মুরাদ বলেন, “আমি তাকে অফিসে রেখে আসছি। এ মুহূর্তে তার অফিস ছেড়ে যাওয়ার কথা নয়। কারণ করোনার জন্য সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

“আমি বাইরে আছি। অফিসে ফিরে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।”

জেলা প্রশাসক কাজী আবু তাহের জানান, সিভিল সার্জনের সাথে আলাপ করে ব্যবস্থা নেবেন।