সাভারে অগ্নিদগ্ধ নির্মল-চায়না দম্পতি মারা গেলেন

সাভারের নরসিংহপুরে অগ্নিদগ্ধ হওয়া নীলফামারীর নির্মল-চায়না দম্পতি মারা গেছেন।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2020, 01:17 PM
Updated : 29 March 2020, 01:17 PM

রোববার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈশ্যপাড়া গ্রামে তাদের বাড়িতে মারা যান এ দম্পতি।

রোববার ভোরে নির্মল রায় (৪৫) এবং দুপুরে তার স্ত্রী চায়না রায় (৩৫) মারা যান বলে জানায় এলাকাবাসী।

এ দম্পত্তির মৃত্যুর খবর জানিয়ে বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান বলেন, অগ্নিদগ্ধ হবার পর ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে গত শনিবার সন্ধ্যায় তারা বাড়িতে ফেরেন।

“তাদের অগ্নিদগ্ধ ছেলে নিপু রায় (১৫) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।”

ছবি: প্রতীকী

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈশ্যপাড়া গ্রামের নির্মল-চায়না দম্পতি দুই ছেলেকে নিয়ে সাভারের নরসিংহপুরে কবির মন্ডলের মালিকানাধীন শ্রমিক কলোনিতে বসবাস করতেন।

গত ২৭ মার্চ ভোরে ওই কলোনিতে অগ্নিকাণ্ড ঘটে। এতে এক ঘরে থাকা নির্মল রায়, তার স্ত্রী ও ছেলে নিপু  অগ্নিদগ্ধ হন। পাশের ঘরে থাকায় প্রাণে বেঁচে যান আরেক ছেলে দিলীপ রায় (১৭)। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় নারী ও শিশু কল্যাণ কেন্দ্রে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসার পর গত শনিবার সন্ধ্যায় ফেরেন বাড়ি ফেরেন তারা বলে জানান ইউপি চেয়ারম্যান।

সাভারের সংশ্লিষ্ট থানার ওসিও অগ্নিকাণ্ডের খবর পরে জানতে পারেন বলে জানিয়েছে।