নোয়াখালীর যুবকের নমুনা আইইডিসিআরে, ৪ বাড়ি লকডাউন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত এক যুবকের নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2020, 10:59 AM
Updated : 29 March 2020, 10:59 AM

রোববার ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের চারটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। তিনি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনুল হাসান ইভেন বলেন, গত ছয় দিন ধরে ওই ব্যক্তি (৩৮) জ্বর ও সর্দি-কাশিতে ভুগছেন। প্রথমে স্থানীয় এক পল্লী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে ভালো না হওয়ায় দুইদিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

“সেখানে কিছু পরীক্ষা-নিরীক্ষার পর রোববার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা আইইডিসিআরে পাঠানো হয়।”

ইউএনও বলেন, “ওই ব্যক্তির বাড়িসহ চারটি বাড়ি লকডাউন করা হয়েছে। বাড়িগুলোতে লাল পতাকা উত্তোলন করে পুলিশের নজরদারিতে রাখা হয়। হ্যান্ড মাইকে আশপাশের লোকজনকে প্রশাসনের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শায়লা সুলতানা ঝুমা বলেন, যে চিকিৎসক আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছিলেন তাকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। আইইডিসিআর থেকে করোনাভাইরাস পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সুবর্ণচর উপজেলার ওই ব্যক্তি পেশায় অটোরিকশা চালক।