যশোরের কিশোরীর নমুনা পাঠাল আইইডিসিআরে

যশোরে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এক কিশোরীর নমুনা ঢাকায় পাঠিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2020, 10:23 AM
Updated : 29 March 2020, 10:23 AM

রোববার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর পাঠানো হয়।

ঠাণ্ডা ও জ্বরে আক্রান্ত ওই কিশোরীকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এ হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলিপ কুমার রায় জানান, যশোরের চৌগাছা উপজেলার ১৬ বছর বয়সী ওই কিশোরী ঠাণ্ডা সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

“তার অসুস্থতার উপসর্গগুলো নিয়ে সন্দেহ হওয়ায় ঢাকায় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআরে) পাঠানো হয়েছে।”

শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, জেলার সিভিল সার্জন শেখ আবু শাহীন জানিয়েছেন, যশোরে গত ২৪ ঘণ্টায় আরো ১০৬ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

তিনি জানান, যশোরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে ৩০২ জন চিকিৎসক ও ৩২৫ জন সেবিকা প্রস্তুত রয়েছেন।