মহাস্থানহাটে সবজি বিক্রি ‘পানির’ দামে

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীর উদ্বেগের মধ্যে বগুড়ার মহাস্থান হাটে একেবারে কম দামে সবজি বিক্রি করছে কৃষকরা।

জিয়া শাহীন বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2020, 06:17 PM
Updated : 28 March 2020, 06:17 PM

বগুড়া শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে মহাস্থান গড়ের মহাস্থান হাটের অবস্থান। উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ পাইকারি সবজিবাজার এটি। প্রতিদিনই সেখানে সবজির বাজার বসে। এখান থেকে পাইকারার সবজি কিনে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ অনান্য জেলায় বিক্রি করেন।

শনিবার সরেজমিনে মহাস্থান হাটে গিয়ে দেখা যায়, পাইকারি ক্রেতা খুবই কম। কৃষকরা মাঠ থেকে এনেছেন নানা ধরনের সবজি। এখানে পাইকারি দরে বেগুন প্রতি কেজি ২ টাকা, মুলা ২ টাকা, কুমড়া ৭ টাকা, কাঁচা মরিচ ১০ টাকা, শসা ৪ টাকা, টমেট ৭ টাকা দরে বিক্রি হচ্ছিল।

শিবগঞ্জের টেপাগাড়ির সবজি কৃষক খোরশেদ বলেন, মুলা, “কাঁচা মরিচ, বেগুন, শসা জমিতেই নষ্ট হবে। তাই হাটে নিয়ে এসেছিলাম। কিন্তু পাইকার কম থাকায় মুলা ২ টাকা কেজি, কাঁচা মরিচ ১০ টাকা কেজিদরে বিক্রি করেছি। কোনো হরতালেও এত কমদামে বিক্রি করিনি।”

বগুড়া সদরের আলেক উদ্দিন বলেন, “শসা ৪ টাকা, টমেট ৭ টাকা কেজিদরে বিক্রি করছি। লাভ তো দূরের কথা ভ্যান ভাড়াও হবে না। কী করব, বিক্রি না করলে ফেলে দিতে হবে। তাই কম দামেই বিক্রি করছি।”

মহাস্থান হাটের আড়তদার মোস্তাফিজার রহমান বলেন, মহাস্থান কাঁচা বাজারকে ঘিড়ে স্থানীয় এবং অনান্য জেলার প্রায় ১২শ পাইকার কাঁচা সবজি কিনে দেশের বিভিন্ন প্রান্তে পাঠায়।

“আজ শনিবার হাটে বিক্রেতা বেশি থাকলেও পাইকার ছিল অনেক কম। তাই পানির দামেই কৃষকরা বিক্রি করতে বাধ্য হয়েছে।”