সানাউল্লাহ মিয়া শায়িত নরসিংদীতে পারিবারিক কবরে

বিএনপি নেতা সানাউল্লাহ মিয়ার দাফন সম্পন্ন হয়েছে নিজ জেলা নরসিংদীতে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2020, 02:22 PM
Updated : 28 March 2020, 02:22 PM

শনিবার বিকালে শিবপুর উপজেলায় কারারচর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান।

তিনি জানান, বিকালে সানাউল্লাহ মিয়ার জানাজা নামাজ কারারচর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, জয়নাল আবেদিন, আকরাম হোসেন, স্থানীয় সাংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহনসহ বিএনপি ও আওয়ামী লীগের গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিডনি জটিলতার মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শুক্রবার রাতে ঢাকার্ একটি হাসপাতালে বিএনপির ‘দুর্দিনের সঙ্গী’ হিসেবে পরিচিত এই আইনজীবীর মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬০ বছর।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। বাংলাদেশ বার কাউন্সিলেরও সদস্য ছিলেন তিনি।