খাগড়াছড়ির সেই যুবকের সংক্রমণ ছিল না: চিকিৎসক

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আইসোলেশনে মারা যাওয়া যুবকের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি বলে চিকিৎসক জানিয়েছেন।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2020, 10:55 AM
Updated : 28 March 2020, 10:55 AM

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণ জীবন চাকমা জানান, আইইডিসিআর ওই যুবকের নমুনা পরীক্ষা করে এ কথা জানিয়েছে।

বুধবার রাতে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় মারা যান ৩০ বছর বয়সের এক যুবক। সে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তার বাড়ি খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ির নুনছড়ি গ্রামে।

ওই যুবকের মৃত্যুর পর হাসপাতালে তার সংস্পর্শে আসা দুজন চিকিৎসকসহ পাঁচজনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

পূর্ণ জীবন বলেন, “যেহেতেু ওই যুবকের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে নাই তাই তার সংস্পর্শে আসা হাসপাতালের দুই চিকিৎসকসহ পাঁচজনকে হাসপাতালের প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।”

জেলার সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ জানান, খাগড়াছড়িতে বিদেশ ফেরত ২৫৫ জনের মধ্যে ১৪৮ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। তাদের মধ্যে করোনাভাইরাসের লক্ষণ না পাওয়ায় ৮৮ জনকে ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্য বিভাগ।