গোপালগঞ্জে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইনে ৭ জনের জরিমানা

গোপালগঞ্জে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ আইনে সাতজনের সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2020, 10:51 AM
Updated : 28 March 2020, 10:51 AM

শনিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জোবায়ের রহমান রাশেদ তাদের এই দণ্ড দেন।

জোবায়ের রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের বিভিন্ন প্রান্তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় সামাজিক দূরত্ব না মানার সত্যতা মেলে। এ সময় শহরের সড়কে অকারণে ঘোরাফেরার দায়ে সাতজনকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা, বাজার নিয়ন্ত্রণ ও মানুষকে ঘরে রাখতে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।