চাপ নেই শিমুলিয়া ঘাটে, ফেরি সচল

দুইদিন প্রচণ্ড চাপের পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে যাত্রী ও যানবাহনের চিত্র একেবারে উল্টো।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2020, 02:13 PM
Updated : 26 March 2020, 02:13 PM

বৃহস্পতিবার মুন্সীগঞ্জের শিমুলিয়ায় যানবাহনের কোনো চাপ ছিল না। স্বাভাবিক সময়ের মতো ১৪টি ফেরি অ্যাম্বুলেন্স, পণ্যবাহী ট্রাক ও কভার্ডভ্যান পার করছে। তবে সি-বোট ও লঞ্চ বন্ধ রয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণের উদ্বেগের মধ্যে দেশে দশদিনের টানা ছুটিতে ব্যাপক হারে মানুষ ঢাকা শহর ছেড়েছে। তাই গত মঙ্গলবার ও বুধবার এই ঘাট দিয়ে হাজার হাজার মানুষ নিয়ে পার হয়েছে শত শত যানবাহন।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির বলেন, ঘাটের অদূরে নির্দিষ্ট স্থানে পণ্যবাহী ট্রাক, কভার্ড ভ্যানগুলোকে সারিবদ্ধভাবে রাখা হচ্ছে। ঘাটে কোনো গাড়ির চাপ বাড়তে দেওয়া হচ্ছে না।

“ফেরিগুলো নির্দিষ্ট সময়ের মধ্যেই ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। বর্তমানে ৩৫০টি গাড়ি পারাপারের অপেক্ষায় আছে। যাত্রীদের চাপ নেই।”

তিনি জানান, গেল দুইদিন ঘাটে উপচে পড়া চাপ ছিল; কিন্তু এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। নির্দেশনা অনুযায়ী সি-বোট, লঞ্চঘাট বন্ধ আছে।