একাকী নির্জন স্মৃতির মিনার

করোনাভাইরাসের মহামারীরূপ সংক্রমণের কারণে স্বাধীনতা দিবসের ৪৯তম বার্ষিকীতে সাভার জাতীয় স্মৃতিসৌধে এবার কোনো আয়োজন হয়নি। যথারীতি পরিষ্কার পরিচ্ছন্ন করা হলেও সরকারের নির্দেশনা মেনে কেউ যায়নি সেখানে।

সেলিম আহমেদ সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2020, 07:13 AM
Updated : 26 March 2020, 07:35 AM

প্রতিবছর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য লাখো জনতার ভিড় হয় জাতীয় স্মৃতিসৌধে; এবার একেবারে ফাঁকা।

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ছাড়াও স্বাধীনতা দিবসের সকল অনুষ্ঠান স্থগিত করেছে সরকার।

গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, দিবসটি উপলক্ষে সাভার গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে স্মৃতিসৌধে ধোয়া-মোছা ও রং করাসহ সকল কার্যক্রম আগেই শেষ করা হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের মহামারীর কারণে বন্ধ করে দেওয়া হয় শ্রদ্ধা নিবেদন। এবারই স্বাধীনতা দিবসে ফাঁকা সাভার জাতীয় স্মৃতিসৌধ।

তবে দিবসটি পালননোপলক্ষে সকালে সাভার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

এ সময় তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে বর্তমান সরকার নানা পদক্ষেপ নিয়েছে। দেশের কোনো মানুষ না খেয়ে থাকবে না, ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সকল অসহায় ও দুস্থদের মাঝে চাউলসহ নগদ টাকা বিতরণ শুরু হয়েছে।