শেরপুরে যেভাবে পালিত হল স্বাধীনতা দিবস

করোনাভাইরাসের সতর্কতার কারণে সীমিত কর্মসূচিতে স্বাধীনতা দিবস পালিত হয়েছে শেরপুরে।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2020, 05:14 AM
Updated : 26 March 2020, 05:29 AM

বৃহস্পতিবার ভোরে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৮টায় শেরপুর সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

এ সময় পুলিশের বিগলের সুর বেজে ওঠে এবং পুলিশের একটি দল সার্কিট হাউজের ছোট প্যারেট গ্রাউন্ডে গার্ড অব অনার প্রদান করে।

সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব ও পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, শেরপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।