নিউইয়র্কে ভাইরাস সংক্রমণে বাংলাদেশি নারীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাস সংক্রমণে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2020, 04:56 PM
Updated : 25 March 2020, 04:56 PM

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু জানান, গত সোমবার নিউইয়র্কের জ্যামাইকা জেনারেল হসপিটালে তিন সন্তানের জননী এই নারীর (৩৮) মৃত্যু হয়।

পরিবারের উদ্ধৃতি দিয়ে রফিকুল ইসলাম জানান, চার বছর আগে ভ্রমণ ভিসায় স্বামীর সঙ্গে এই নারী যুক্তরাষ্ট্র যান। নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকার হাইল্যান্ড এভিনিউর পাশে টিলারি পার্কের একটি অ্যাপার্টমেন্টে থাকেন তারা।

“এক সপ্তাহ আগে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে জ্যামাইকা জেনারেল হসপিটালে ভর্তি হন তিনি। পরবর্তীতে তার দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত সোমবার বিকালে ওই হাসপাতালে তার মৃত্যু হয়।”

রফিকুল জানান, লাশ দেশে আনার ইচ্ছা থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে নিউইয়র্কের লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়ল গ্রেভ ইয়ার্ডে বাংলাদেশ সোসাইটির কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

প্রাতিষ্ঠানিক থেকে হোম কোয়ারেন্টিনে

মুন্সীগঞ্জে মলয়েশিয়াফেরত এক ব্যক্তিকে (৩৭) প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

জেলার সিভিল সার্জন আবুল কালাম আজাদ বলেন, সদ্য মালয়েশিয়াফেরত এই যুবক প্রথমে হোম কোয়ারেন্টিন নিয়ম ভঙ্গ করেন।

“তখন ভ্রাম্যমাণ আদালত গত ২১ মার্চ তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠায়।”

সিভিল সার্জন বলেন, পরে তিনি দুঃখ প্রকাশ করে হোম কোয়ারেন্টিনে থাকার ইচ্ছা প্রকাশ করলে সার্বিক বিবেচনায় তাকে সোমবার বিকালে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকার অনুমতি দেওয়া হয়।