নীলফামারীতে আগুনে পুড়ল ৯ ঘর

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় রান্না করার চুলার আগুনে তিন পরিবারের নয়টি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2020, 02:59 PM
Updated : 25 March 2020, 02:59 PM

বুধবার দুপুরে সৈয়দপুর পৌর শহরের কয়া গোলাহাট জেলেপাড়ায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সৈয়দপুর স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদুল হাসান জানিয়েছেন।

এলাকাবাসী জানান, বেলা ২টার দিকে কয়াগোলাহাট জেলেপাড়ার আব্দুস সালামের বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে ছড়িয়ে পড়ে। এতে সালামের দুটি বসত ঘর, প্রতিবেশী দীনেশ ও বাবলুর সাতটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ঘরের ধান-চাল, আসবাবপত্র, স্বর্ণালংকার, ইলেকট্রনিকস পণ্যসামগ্রীসহ সব মালপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন,  প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। এতে ওই মহল্লার অর্ধশত ঘরবাড়ি রক্ষা পায়। তবে তিন পরিবারের নয়টি ঘর সম্পূর্ণ পুড়ে ঘেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।