শরীয়তপুরে দুইদিন ধরে দোকানপাট বন্ধ

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শরীয়তপুরে জেলা প্রশাসনের নির্দেশনায় সব দোকানপাট বন্ধ রযেছে দ্বিতীয় দিনের মতো।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2020, 07:55 AM
Updated : 25 March 2020, 07:55 AM

শুধু মুদি, ফল ও ওষুধের দোকানসহ জরুরি পণ্যের দোকন খোলা রয়েছে। বন্ধ রযেছে আদালতের কাজকর্ম। গণপরিবহনসহ অন্যান্য যানবাহন চলাচল সীমিত রয়েছে।

সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকলেও স্পিডবোট ও ট্রলারে গাদাদাগি করে মানুষ পদ্মা পার হচ্ছে। 

বেসামরিক প্রশানের সহায়তায় নামা সেনাবহিনীসহ পুলিশ সদস্যদের বুধবারও টহল দিতে দেখা গেছে।

শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন উল হোসাইন বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা সকল দোকানপাট, সভাসমাবেশ বন্ধ করে দিয়েছি। দুই দিন ধরে জেলার ৬টি উপজেলার সকল দোকানপাট বন্ধ রয়েছে।”

জাজিরা থানার ওসি আজাহারুল ইসলাম বলেন, “যেসব নৌযান মাওয়া থেকে মাঝির ঘাট আসে তাদের বন্ধ করতে বলা হয়েছে। আর ট্রলারের কোনো ঘাট নেই, তাই তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।”

শরীয়তপুরের মঙ্গলমাঝি ঘাট ইজারাদার মোকলেজ মাদবর বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সব বন্ধ থাকলেও মাঝিরঝাট থেকে ২/১টি করে স্পিডবোট যাচ্ছে। আরা মাওযা ঘাট থেকে ট্রলারে করে পদ্মা নদী পাড়ি দিয়ে মাঝিরঘাট ও কাঠাল বাড়ী ঘাটে যাচ্ছে।