করোনাভাইরাস: রাঙামাটিতে খোলা কেবল ফার্মেসি ও মুদি-সবজির দোকান

রাঙামাটিতে বুধবার সকাল থেকে ফার্মেসি ও মুদি-সবজি বাদে বাকি সব দোকানপাট বন্ধ রয়েছে।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2020, 07:51 AM
Updated : 25 March 2020, 08:44 AM

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে জেলার সব দোকানপাট বন্ধ রাখতে আগের রাতে ঘোষণা দেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ ।  

তিনি বলেন, “জেলার সব দোকানপাট বন্ধ রাখতে বলা হয়েছে। শুধু ফার্মেসি, মুদি ও সবজির দোকান খোলা থাকবে। বন্ধ থাকবে খারারে দোকান ও সাপ্তাহিক হাট।”    

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলায় এ অবস্থা বহাল থাকবে বলে্ও জানান জেলা প্রশাসক।

বুধবার জেলা শহরের বনরূপা, কলেজ গেইট, তবলছড়িসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে- মুদি দোকান এবং ওষুধের দোকান ছাড়া সকল দোকান বন্ধ রয়েছে। বুধবার রাঙামাটি সাপ্তাহিক হাটবার হলেও হাটে মানুষের উপস্থিতি ছিল কম।

সকাল থেকে রাঙামাটি শহরের বিভিন্ন জায়গায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় দুই দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসলাম উদ্দিন বলেন, “জনগণকে সচেতন করার উদ্দেশ্যে আমাদের অভিযান শুরু হয়েছে। সরকারের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই অভিযান চলবে।

“আমাদের মূল উদ্দেশ্য প্রাবাসীদের ‘হোম কোয়ারেন্টিন’ নিশ্চিত করা। পাশাপাশি সর্বসাধারনকে উৎসাহী করা যেন তারা জরুরি কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের না হন এবং সেচ্ছায় ‘হোম কোয়ারেন্টিনে’ থাকেন।”