করোনাভাইরাস: হিলি স্থলবন্দর বন্ধ

করোনাভাইরাস প্রতিরোধ সচেতনতায় দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির পাশাপাশি যাত্রী পারাপারও বন্ধ রয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2020, 04:50 PM
Updated : 24 March 2020, 04:50 PM

হিলি স্থলবন্দরের পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকাল ৫টার পর থেকে এই পোর্টে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।

এখন হিলি স্থলবন্দরের পানামা পোর্টের অভ্যান্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রম চলছে।বলেন তিনি।

হিলি পুলিশ ইমিগ্রেশনের ইনচার্জ সেকেন্দার আলী বলেন, এই চেকপোস্ট দিয়ে রোববার পর্যন্ত ভারতে আটকা পড়া বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে আটকা পড়া ভারতীয় নাগরিকদের সীমিত যাতায়াত ছিল।

কিন্তু সোমবার থেকে ভারত যাত্রী পারাপার পুরোপুরি বন্ধ রেখেছে।

স্থানীয় সাংবাদিক মাসুদুল হক রুবেল বলেন, সার্বক্ষণিক কর্মচাঞ্চল্য হিলি স্থল বন্দরের কার্যক্রম বন্ধের কারণে পুরো এলাকা জনশুন্য হয়ে পড়েছে। এছাড়া করোনাভাইরাস রোধে স্থানীয় প্রশাসনের নির্দেশে হাট-বাজার, দোকান-মার্কেট ও হোটেল-চায়ের দোকান বন্ধ রয়েছে।