মাগুরায় শিলা বৃষ্টিতে টিনের ঘর, ফসলের ক্ষতি

মাগুরার শ্রীপুর উপজেলার অন্তত ২০ গ্রামে শিলা বৃষ্টিতে পেঁয়াজ, রসুন, গমসহ সব ফসলের ক্ষতি হয়েছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2020, 03:21 PM
Updated : 24 March 2020, 03:21 PM

এছাড়া অনেক ঘরের টিনের চাল শিলার আঘাতে ছিদ্র হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। সোমবার শেষ রাতে হঠাৎ করেই এই প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়।

জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিন বলেন, “অন্তত ২০টি গ্রামের ১৩০২ হেক্টর জমির  পেঁয়াজ-রসুনসহ বিভিন্ন ফসলের ক্ষতির হিসাব পাওয়া গেছে।”

মঙ্গলবার উপজেলার রাজাপুর, চিলগাড়ি, তখলপুর, কালিনগর, হোগলডাঙ্গাসহ বিশটি গ্রাম ঘুরে দেখা গেছে, ফসলের ক্ষেত তছনছ হয়ে গেছে। ঘরের চাল ঝাঝরা হয়ে গেছে। গুটিগুটি শিলায় সাদা হয়ে গেছে অনেক এলাকা।

এলাকাবাসীর কাছে খোঁজ নিয়ে জানা গেছে, দুর্গাপুর, ঘড়িবাড়ি, চরবালিয়াঘাটা, বালিয়াঘাটাসহ বিস্তৃত এলাকায় মাঠের পেঁয়াজ, রসুন, গম, কলাগাছ, বাঙ্গিসহ বিভিন্ন সবজিক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় পড়ে আছে বড় বড়  শিলা। নষ্ট হয়েছে অন্তত ২০টি পানের বরজ। শিলার প্রচণ্ড আঘাতে মারা গেছে বিভিন্ন গাছে থাকা অর্ধশতাধিক পাখি।

তখলপুর গ্রামের জয়নাল আবেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ৫৫ শতক জমির পেঁয়াজের পুরোটা  ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হয়েছে অন্যান্য ফসলেরও।

একই গ্রামে আরও অন্তত ১০ জন কৃষক একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।

খবর পেয়ে জেলা প্রশাসক ও কৃষি কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসক আশরাফুল আলম বলেন, যাদের বসতঘর নষ্ট হয়েছে তাদের যত দ্রুত সম্ভব ঘর নির্মাণ করে দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে।