এবার কুড়িগ্রামেও বানাল হ্যান্ড স্যানিটাইজার

নভেল করোনাভাইরাস রোধে এবার হ্যান্ড স্যানিটাইজার বানানোয় হাত লাগিয়েছে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2020, 03:01 PM
Updated : 24 March 2020, 03:01 PM

মঙ্গলবার কুড়িগ্রাম সরকারি কলেজে হ্যান্ড স্যানিটাইজার তৈরি কার্যক্রম উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান।

এর আগে ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন জেলাতেও এ ধরণের উদ্যোগ নিতে দেখা যায়। হঠাৎ এর চাহিদা বেড়ে যাওয়ায় এর দাম সাধারণ ক্রেতার বাইরে চলে যায়। অনেক জায়গায় পাওয়ায় যাচ্ছে না।

করোনাভাইরাস প্রতিরোধে বারবার সাবান দিয়ে হাত ধোয়ার বা হাতে হ্যান্ড স্যানিটাইজার মাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুর রহমান বলেন, আমরা ইতোমধ্যে ২০টি হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছি।

“আমাদের টার্গেট রয়েছে দুই হাজার বোতল কিন্তু বাজারে স্প্রে-বোতলের সংকট থাকায় কতদূর এগোতে পারব জানি না।”

প্রতি বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে তাদের ৫০ টাকা খরচ হচ্ছে বলে জানান তিনি।

এ জেলার বাজারে হ্যান্ড স্যানিটাইজার দুর্লভ হয়ে পড়ায় কুড়িগ্রাম সরকারি কলেজের রসায়ন বিভাগ এ কাজে নামে।

এ বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী সোহাব হোসেন ও হাসানুর রহমান জানান, তারা ১৩/১৪ জন শিক্ষার্থী এবং তিন শিক্ষক সোমবার থেকে কাজ শুরু করছেন।