শরীয়তপুরে দোকানপাট বন্ধ

বিশ্বে মহামারী রূপে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস থেকে রক্ষায় শরীয়তপুর জেলা ও উপজেলার সব দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2020, 10:14 AM
Updated : 24 March 2020, 10:14 AM

মঙ্গলবার সকাল ১১টা থেকে জেলার ছয়টি উপজেলার সব দোকানপাট বন্ধ করে দেয় প্রশাসন।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন উল হোসাইন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার থেকে মুদি দোকান ও ওষুধের দোকান ছাড়া অন্য সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

“পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকানপাট বন্ধ থাকবে।”

তবে এদিন সীমিত আকারে আদালত খোলা ছিল। বেলা ১২টার পর সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

জেলায় যানবাহন চলাচল সীমিত রয়েছে। কোন ফলের দোকানও খোলা নেই।

পুলিশ ও ডিবি পুলিশসহ আইনশৃংখলা বাহিনী  উপস্থিত থেকে দোকানপাট বন্ধ করতে দেখা যায়।

এদিকে, সোমবার সরকার আগামী ২৬ মার্চ থেকে অফিস বন্ধ ঘোষণা দেওয়ার পর মঙ্গলবোর ট্রেন ও বিমান চলাচল বন্ধ ঘোষণা করে।