সোনামসজিদ স্থল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2020, 09:44 AM
Updated : 24 March 2020, 09:44 AM

মঙ্গলবার সকাল থেকে বন্দরটিতে কোনো কার্যক্রম চলছে না। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সবকিছু বন্ধ থাকবে বলে বন্দর ইমিগ্রেশন পুলিশের এসআই জাফর ইকবাল জানিয়েছেন।

বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, ২৪ থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত এই চার দিন দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ভারতের মোহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট ও ইমপোর্টার অ্যাসোসিয়েশন।

ভারতের পশ্চিম বঙ্গের মালদা জেলার মোহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্টার অ্যাসোসিয়েশন সোমবার বিকেলে আমদানী-রপ্তানি বন্ধ রাখতে চিঠি দেয়।

হারুনুর রশীদ বলেন, বন্দর দিয়ে মঙ্গলবার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সোমবার বিকেল ৫টা থেকে আগামী ২৭ মার্চ বিকেল ৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গে লকডাউন ঘোষণা করা হয়েছে। সে কারণে তারা এই সিদ্ধান্ত নেন।

এর আগে গত ১৫ মার্চ থেকেই বন্দরটি দিয়ে যাত্রী যাওয়া-আসা বন্ধ রয়েছে।