খুলনায় নিত্যপণ্য বাদে সব দোকান বন্ধের নির্দেশ

করোনাভাইরাসের সংক্রমণের উদ্বেগের মধ্যে খুলনা নগরীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বিকাল ৫টার পর সব দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।   

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2020, 10:44 AM
Updated : 23 March 2020, 10:44 AM

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত খুলনা জেলা কমিটির সভায় সোমবার এ সিদ্ধান্তর কথা জানানো হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, “সোমবার বিকাল ৫টার পর থেকে নগরীর কোনো চায়ের দোকান খোলা রাখা যাবে না। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব দোকান এবং সাপ্তাহিক হাট ও গরু-ছাগলের হাট বন্ধ থাকবে।”

এ সময় খুলনার বিভিন্ন উপজেলা ও ইউপি চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা ডিভিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন এবং করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা পর্যায়ে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন।