শিবচরের সঙ্গে ফরিদপুরের পাঁচ ইউনিয়নে যোগাযোগ বিচ্ছিন্ন

করোনাভাইরাসের মহামারীর মধ্যে অবরুদ্ধ করে রাখা মাদারীপুরের শিবচর উপজেলার সঙ্গে সীমান্ত সংলগ্ন ফরিদপুরের দুইটি উপজেলার পাঁচটি ইউনিয়নে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে প্রশাসন।

ফরিদপুর প্রতিনিধি:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2020, 09:08 AM
Updated : 23 March 2020, 09:22 AM

ইউনিয়নগুলো হল- সদরপুর উপজেলার চরমানাইর ও চরনাসিরপুর ইউনিয়ন এবং ভাঙ্গা উপজেলার কালামৃধা, আজিমনগর ও চান্দ্রা ইউনিয়ন।

ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান সাংবাদিকদের বলেন, সোমবার দুপুর থেকে শিবচর উপজেলার সঙ্গে ফদিরপুরের সীমান্ত সংলগ্ন এসব ইউনিয়নের ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ অবস্থা বহাল থাকবে।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার বিকাল থেকে শিবচর উপজেলা অবরুদ্ধ অবস্থায় রয়েছে। উপজেলায় ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সব ধরনের দোকান, গণপরিবহন, বিয়ে, মাহফিল, রাজনৈতিক সমাবেশসহ সব ধরনের গণজমায়েত ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ ঘোষণা করে প্রশাসন।

এদিকে সোমবার পর্যন্ত ফরিদপুরের বিভিন্ন উপজেলায় বিদেশ ফেরত ১ হাজার ৪৮ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জেলা প্রশাসক অতুল সরকার জানান।