নওগাঁয় এনজিওর কিস্তি, রেস্তোরাঁ, চায়ের দোকান বন্ধ

বিশ্বজুড়ে আতঙ্কের মধ্যে নভেল করোনাভাইরাস সংক্রমণ এড়াতে নওগাঁয় এনজিওর কিস্তি উত্তোলনসহ হোটেল-রেস্তোরাঁ ও চায়ের দোকান বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2020, 02:54 PM
Updated : 22 March 2020, 02:55 PM

রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়।

জেলা প্রশাসক হারুন অর রশিদ বলেন, করোনাভাইরাসের কারণে সোমবার থেকে জেলার সব এনজিও, সমবায় সমিতি ও মাল্টিপারপাস লিমিটেডের সকল প্রকার কিস্তি উত্তোলন বন্ধ থাকবে। এছাড়া হোটেল-রেস্তোরাঁ, চায়ের দোকান এবং বড় হাট-বাজার বন্ধ থাকবে।

আগামী দুই সপ্তাহ এগুলো বন্ধ থাকবে। এছাড়া সম্প্রতি আসা প্রবাসীদের খুঁজে বের করা হবে। বাজার মনিটরিংসহ বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপও নেওয়া হবে বলে এই মিটিংয়ে সিদ্ধান্ত হয় বলে জানান জেলা প্রশাসক।