নারায়ণগঞ্জে টিকা দিয়ে প্রতারণার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় টিকা দিয়ে প্রতারণার অভিযোগে স্থানীয় জনতা দুইজনকে পিটুনি দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2020, 12:29 PM
Updated : 22 March 2020, 12:29 PM

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, রোববার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় এ ঘটনা ঘটে।

এই দুই যুবক করোনাভাইরাসের টিকা দেওয়ার কথা বলে হেপাটাইটিস ‘বি’ দিয়ে টাকা নিচ্ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয়রা জানান, সকালে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা হরি মন্দিরে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে মাইকিং করা হয়। গ্রামের সহজ-সরল মানুষকে বোকা বানিয়ে হেপাটাইটিস ‘বি’ দিয়ে প্রত্যেকের কাছ থেকে ২০০ থেকে ৫০০ পর্যন্ত টাকা নিচ্ছিলেন তারা। পরে এলাকাবাসী তাদের পিটুনি দিয়ে জুতার মালা পরিয়ে পুলিশে দেয়।

ওসি মনিরুজ্জামান বলেন, “এলাকাবাসী ওই দুজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। তারা হেপাটাইটিস বি টিকা দিচ্ছিলেন। তারা করোনাভাইরাসের কোনো টিকা দিচ্ছিলেন না। বিষয়টি নিয়ে ভুলবোঝাবুঝি হয়েছিল বলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

পুলিশ তাদের ছেড়ে দিয়েছে বলে তিনি জানান।