বরিশালে কোচিং করিয়ে প্রধান শিক্ষক কারাগারে

নভেল করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ উপেক্ষা করে কোচিং করানোর অপরাধে এক শিক্ষককে তিন দিনের দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2020, 09:36 AM
Updated : 22 March 2020, 09:36 AM

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা জানান, করোনাভাইরাস থেকে রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন।

এ সময় শহরের স্বরোড টাউন মাধ্যমিক বিদ্যালয়ে কোচিং করানো হচ্ছে বলে তারা খবর পান।

নাজমুল বলেন, সেখানে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে কোচিং করানোর প্রমাণ মিলেছে। অপরাধ স্বীকার করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃন্ময় বেপারীকে তিন দিনের করাদণ্ড দেওয়া হয়।

এছাড়া মাস্কের দাম বেশি রাখায় শহরের দক্ষিণ সদর রোডে ‘রাজিয়া মেডিকেল হল’ নামে একটি দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।