নারায়ণগঞ্জে পুলিশের চিৎকার শুনে আসা জনতার পিটুনিতে ‘চোর’ নিহত

নারায়ণগঞ্জে গরুচোর সন্দেহে জনতার পিটুনিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2020, 08:08 AM
Updated : 22 March 2020, 08:42 AM

জেলার রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, রোববার ভোর ৪টার দিকে কালনি লালমাটিয়া এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বয়স ২৮ বছর হতে পারে বলে জানালেও পুলিশ তার নাম-ঠিকানা বলতে পারেনি।

ওসি মাহমুদুল বলেন, “ভোরের দিকে একটি কভার্ড ভ্যানে করে তিনটি গরু নিয়ে রূপগঞ্জের দিকে যাচ্ছিলেন কয়েকজন। এ সময় পুলিশ কভার্ড ভ্যানকে ধাওয়া করে। লালমাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে পুলিশ সদস্যরা চোর বলে চিৎকার দেন। চিৎকার শুনে স্থানীয় জনতা এগিয়ে আসে।

“উত্তেজিত জনতা গরুচোরকে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্য চোররা পালিয়ে যেতে সক্ষম হয়।”

নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, উত্তেজিত জনতা কভার্ড ভ্যানটি আগুনে পুড়িয়ে দিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও তিনটি গরু উদ্ধার করেছে। এ ব্যাপারে রূপগঞ্জ ও কালীগঞ্জ থানায় দুটি পৃথক মামলার প্রস্তুতি চলছে। কারণ হত্যার ঘটনা ঘটেছে রূপগঞ্জ থানায়। আর চুরির ঘটনা ঘটেছে কালীগঞ্জ থানায়। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।