কারাগারে যুদ্ধাপরাধী মামলার আসামির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী যুদ্ধাপরাধী মামলার আসামির মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2020, 05:43 PM
Updated : 21 March 2020, 05:43 PM

শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিজানুর রহমান মিন্টু (৬৭) ময়মনসিংহের কোতোয়ালি থানার আয়কে মিশন রোড এলাকার ডা. লুৎফর রহমানের ছেলে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছিল। 

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতলে আনা হয়।

“ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

আগের রাতে আরেক বন্দি বুকে ব্যথা ওঠার পর মারা যান। যাকে এই হাসপালে মৃত অবস্থায় নেওয়া হয়েছিল বলে চিকিৎসক জানিয়েছিলেন। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে কারাগারের ভেতর বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়ে মিজানুর রহমান মিন্টু।

“এ সময় তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।

“পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সোয়া ৭টার দিকে মিজানুর রহমান মিন্টুকে মৃত ঘোষণা করেন।

জেলার আরও জানান, মিন্টু ২০১৫ সালের ২ অক্টোবর গ্রেপ্তার হন। ওই বছরের ২৪  অক্টোবর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে আনা হয়।

তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগে ভুগছিলেন বলে জানান জেলার।