রাজবাড়ীতে দুই স্থানে ট্রেনে কাটা পড়ে নিহত ২

রাজবাড়ীর বালিয়াকান্দি ও পাংশা উপজেলায় পৃথক দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2020, 02:01 PM
Updated : 21 March 2020, 02:01 PM

শনিবার সকালে বালিয়াকান্দির জামালপুর ইউনিয়নে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে একজন এবং দুপুরে পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী সাট্ল ট্রেনের নিচে অপরজন কাটা পড়ে।

সকালে নিহত আতিকুর রহমান (১৮) মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে। তিনি জেলার জামালপুর ইউনিয়নের খালপাড়ী মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

অপর নিহত সাহেদ আলী (২২) পাংশা পৌর এলাকার মাগুড়াডাঙ্গী গ্রামের আব্দুর রহমানের ছেলে।

রাজবাড়ী জিআরপি থানার ওসি মনিরুজ্জামনা বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা দুটি মরদেহ উদ্ধার করেছি।

“প্রথমজন রেল লাইনের উপর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। গোপালগঞ্জের গোবড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। ট্রেন আসার শব্দ শুনতে না পারায় এই দুর্ঘটনা ঘটে।

“অপর যুবক মানুসিক রোগী ছিলেন। তিনিও রেল লাইন পার হবার সময় ট্রেন আসার শব্দ শুনতে না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।”

এ ব্যাপারে রাজবাড়ী রেলওয়ে থানায় পৃথক দুটি এজাহার লিপিবদ্ধ করা হয়েছে।