ছেলের খৎনায় বিশাল আয়োজন, গুণলেন জরিমানা

গাজীপুরে ইতালিফেরত এক প্রবাসী বিপুল সংখ্যক মানুষকে নিমন্ত্রণ করে তার ছেলের খৎনা উৎসব আয়োজন করায় জরিমানা করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2020, 04:05 PM
Updated : 20 March 2020, 04:05 PM

শুক্রবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ওই প্রবাসীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে।

দণ্ডিত শরীফুল ইসলামের বাড়ি শ্রীপুর উপজেলার বর্মী ইউনিয়নের বরামায়।

শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামছুল আরেফীন জানান, করনোভাইরাস সংক্রমণ ঠেকাতে লোক সমাগমের উপর সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে শরীফুল তার ছেলের খৎনার অনুষ্ঠান আয়োজন করেন।

এ খবর পেয়ে স্থানীয় বরমী ইউপি চেয়ারম্যান সামসুল হক বাদল সরকার, ইউপি সদস্য আলী আমজাদ পন্ডিতসহ গ্রাম পুলিশকে পাঠিয়ে ওই খৎনার অনুষ্ঠান ও গণসমাগম বন্ধের নির্দেশ দেওয়া হলেও শরীফুল ইসলাম তা মানেননি বলে জানান তিনি।

পরে মানুষের জীবন বিপন্নকারী রোগ সংক্রমণ বিস্তার লাভের সম্ভাবনার কাজের জন্য দণ্ডবিধির ২৬৯ ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেন তিনি।

এ সময় তার সঙ্গে শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী ও উপস্থিত ছিলেন।

রাজশাহীতেও একটি খৎনার অনুষ্ঠান শুক্রবার পণ্ড করে দেয় পুলিশ।

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃত্যের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এর সংক্রমণ রোধে দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান ও বেশিভাগ বিনোদন কেন্দ্র বন্ধ করা হয়েছে। শুক্রবার মসজিদে নামাজ পড়া সীমিত করতে কিছু নিয়ম মানার পরামর্শ দিয়ে ইসলামিক ফাউন্ডেশন।