পিরোজপুরে হাসপাতালে ‘আইসোলেসন ইউনিটে' একজন ভর্তি

পিরোজপুরে জেলা হাসপাতালের 'করোনা ভাইরাস আইসোলেসন ইউনিটে' এক ব্যক্তিকে ভর্তি করা হয়েছে।

পিরোজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2020, 05:43 AM
Updated : 20 March 2020, 05:43 AM

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো.নিজাম উদ্দিন জানান, শুক্রবার রাত ৩টার দিকে মো. তাহের ইসলাম (৩০) নামে ওই ব্যক্তিকে আইসোলেসন ইউনিটে ভর্তি করা হয়।

তাহের পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের মো. মনিরুল ইসলাম মানিকের ছেলে।

আবাসিক মেডিকেল অফিসার নিজাম বলেন, তাহের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসকের ব্যক্তিগত গাড়ি চালক। বৃহস্পতিবার রাতে তিনি ঢাকা থেকে মঠবাড়িয়ায় তার বাড়িতে যাচ্ছিলেন। পথে ভাণ্ডারিয়ার চরখালী এলাকা থেকে মোটর সাইকেলে করে যাওয়ার সময় প্রবাসী সন্দেহে পুলিশ তাকে আটক করে হাসপাতালে নিয়ে আসে।

“এ সময় তাহের চিকিৎসকদের জানায় যে- তিনি গলায় ব্যাথা, সর্দি, কাশি ও জ্বর অনুভব করছেন। পরে তাকে করোনা আইসোলেসন ইউনিটে যথাযথ নিয়ম অনুযায়ী ভর্তি করা হয় এবং সেখানেই তার চিকিৎসা চলছে।”