চমপট দিলেন ভারতফেরত নারী

ঢাকার সাভারে কোয়ারেন্টিনে না থাকায় আইনের লোক খোঁজে যাওয়ায় শিশুকে ফেলে বাড়ি ছেড়ে পালিয়েছে এক নারী।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2020, 02:37 PM
Updated : 19 March 2020, 02:50 PM

বৃহস্পতিবার বিকালে ভারত ফেরত ৩৫ বছর বয়সী এক নারী একাণ্ড ঘটনায় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

গত ১৫ মার্চ ভারত থেকে সাভারের ব্যাংক কলোনির ভাড়া বাসায় ফেরেন তিনি।

করোনাভাইরাস সংক্রমণ রোধে সদ্য বিদেশফেরত প্রবাসীকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় সরকার। ওই নারী হোম কোয়ারেন্টাইনে না থেকে এলাকায় চলাফেরা করছিলেন বলে গোপনে খবর পান বলে জানান তিনি।

তিনি বলেন, তার বাড়িতে আমাদের যাওয়ার খবর পেয়ে তার ১০ বছর বয়সী মেয়েকে রেখে পালিয়ে যান তিনি।

পরে তার বাড়ির লোকজনকে তার থেকে দূরে থাকতে বলা হয়। অন্তত ১৪ দিন ঘরে অন্যদের থেকে আলাদা বসবাস করতে বলা হয়েছে। এ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।