সুনামগঞ্জে বিয়েসহ সব অনুষ্ঠান নিষিদ্ধ

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে সুনামগঞ্জে বিয়েসহ সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2020, 12:21 PM
Updated : 19 March 2020, 12:21 PM

নভেল করোনাভাইরাসে বাংলাদেশেও একজনের মৃত্যু এবং ১৭ জন আক্রান্ত হওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে বৃহস্পতিবার এই ঘোষণা দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ।

করোনাভাইরাস ছোঁয়াচে হওয়ায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে যে কেউ আক্রান্ত হতে পারেন। ইতোমধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ করা হয়েছে। বন্ধ করা হয়েছে প্রায় সব বিনোদনকেন্দ্র, জাদুঘর ইত্যাদি। সারাদেশে সব প্রেক্ষাগৃহ ও সাংস্কৃতিক অনুষ্ঠানও বন্ধ হয়ে গেছে।

জেলা প্রশাসক বলেন, কেউ এই ভাইরাসে আক্রান্ত হলে তার মাধ্যমে যাতে সহজে ব্যাপকভাবে ছড়াতে না পারে সেজন্য জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

“বিয়েসহ সব ধরনের সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার থেকে। অনুমতি ছাড়া কোনো সভা-সমাবেশ করা যাবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।”

কভিড-১৯ রোগ ছোঁয়াচে বলে ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারের পক্ষ থেকে জনসমাগমের মতো সব অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হচ্ছে। একই সঙ্গে ধর্মীয় সভা-সমাবেশ, সামাজিক সংগঠনের অনুষ্ঠান, জনসমাগম মূলক অনুষ্ঠানও নিষিদ্ধ করা হয়েছে।

নভেল করোনাভাইরাস ছড়িয়েছে বিশ্বজুড়ে, আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে, মৃতের সংখ্যাও ৮ হাজার ছুঁয়েছে।