করোনাভাইরাসের পরীক্ষা হবে শুনেই পালালেন প্রবাসী

করোনাভাইরাসের পরীক্ষা করা হবে শুনেই ব্রাহ্মণবাড়িয়ায় সর্দি-কাশির চিকিৎসা নিতে গিয়ে কাতার থেকে আসা এক ব্যক্তি হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2020, 08:39 AM
Updated : 19 March 2020, 10:02 AM

তাকে খুঁজতে তার বাড়িতে মেডিকেল টিম পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন শাহ আলম।

ওই ব্যক্তির বাড়ি নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ধনতলিয়া গ্রামে। গত ৩ মার্চ তিনি কাতার থেকে দেশে আসেন।

বুধবার সন্ধ্যায় তিনি সর্দি-কাশি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে যান। জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। করোনাভাইরাসের লক্ষণ আছে মনে করে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

সিভিল সার্জন বলেন, “ওই ব্যক্তি তখন ভর্তি হওয়ার জন্য মেডিসিন ওয়ার্ডে যান। কিন্তু তিনি ভর্তি না হয়ে কিছুক্ষণ পর আবার জরুরি বিভাগে গিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলেন। তিনি জানতে চান তার করোনাভাইরাসের লক্ষণ আছে কিনা। চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করার পর জানা যাবে বলে জানান। কিন্তু ওই ব্যক্তি হাসপাতাল থেকে পালিয়ে যান।”

ওই ব্যক্তি ৩ মার্চ কাতার থেকে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন।

তিনি বলেন, কাউকে না জানিয়ে ওই ব্যক্তি হাসপাতাল থেকে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি জেলা সিভিল সার্জন কার্যালয়কে জানানো হয়েছে।

সিভিল সার্জন বলেন, তাকে খুঁজতে একটি মেডিকেল টিম তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। তাকে বিষয়টি বুঝিয়ে বলা হবে।