টঙ্গীতে ব্যবহার করা মাস্ক ধুয়ে বিক্রি, আটক ২

টঙ্গীতে বিভিন্ন হাসপাতালে ব্যবহার করা মাস্ক সংগ্রহ করে ধুয়ে আবার বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2020, 05:45 AM
Updated : 19 March 2020, 06:11 AM

টঙ্গীর চম্পাকলি সিনেমা হলের পিছনের একটি বস্তিতে অভিযান চালিয়ে বুধবার বিকালে তাদের আটক করা হয় বলে টঙ্গী পূর্ব থানা এসআই শুভ মণ্ডল জানান।

আটককরা হলেন- মাছিমপুর এলাকার আবেদ আলীর ভাড়া বাড়ির কেয়ারটেকার মো. ইমরান (৪৫) ও মো. আহালিয়া (৪৭)।

এসআই বলেন, “গোপন সংবাদে ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুইজনকে আটক এবং তাদের কাছ থেকে বিভিন্ন হাসপাতালে ব্যবহারের পর ফেলে দেওয়া এক বস্তা মাস্ক, এক বস্তা হ্যান্ডগ্লাভস, সাবান ও শ্যাম্পুসহ ছয় বোতল কেমিকেল জব্দ করা হয়।”

তিনি বলেন, এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এ ব্যবসার হোতা মো. নাসির উদ্দিন (৪৭) পালিয়ে যান। তাকে আটকে অভিযান চলছে।

নাসিরের বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুর এলাকায়।

ওই এলাকার ভাড়াটিয়া জলিল মিয়া বলেন, নাসির রাজধানীর উত্তরা, টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন হাসতাপালের ব্যবহার করে ফেলে দেওয়া মাস্ক সংগ্রহ করে আনতেন। পরে বাইরের লোকজনের সাহায্যে সেগুলো শ্যাম্পু দিয়ে ধুয়ে আয়রন করে প্যাকেট করে আবার চড়ামূল্যে বাজারে বিক্রি করতেন।

তারা গত তিন মাস ধরে এ ব্যবসা করছেন বলে জানান জলিল।