বান্দরবানে ৯টি বসতঘর ভষ্মীভূত

বান্দরবানের লামা উপজেলায় নয়টি বসতঘর পুড়ে গেছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2020, 12:01 PM
Updated : 18 March 2020, 12:01 PM

বুধবার দুপরে গজালিয়া ইউনিয়নের আকিরাম ত্রিপুরা পাড়ায় এ ঘটনা ঘটে বলে লামা ফায়ার স্টেশন মাস্টার শাফায়েত হোসেন জানান।

তিনি জানান, একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশাপাশি আরও আটটি ঘর পুড়ে যায়।

পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে তিনি জানান।

শাফায়েত বলেন, “মা-বাবার অনুপস্থিতিতে একটি ঘরে দুই শিশু মোম বাতির আগুন নিয়ে খেলছিল। সেখান থেকে মশারিতে আগুন লেগে ছড়িয়ে পড়ে।”

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, সদর উপজেলা থেকে আকিরাম পাড়ার দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। ফায়ার সার্ভিসের গাড়ি সময়মত না পৌঁছলে আরও অনেক ঘর পুড়ে যেত।

ক্ষতিগ্রস্তরা হলেন হাবুইতি ত্রিপুরা, খেমাজন ত্রিপুরা, আকিরাম ত্রিপুরা, মিহির ত্রিপুরা, বলিচন্দ্র ত্রিপুরা, ফিলিরাম ত্রিপুরা, সাধুরাম ত্রিপুরা, নয়ারাম ত্রিপুরা ও সোনাচন্দ্র ত্রিপুরা পরিবার। প্রত্যেকের ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

পাড়ার বাসিন্দা স্টিফেন ত্রিপুরা বলেন, পাড়ায় মোট ১০৮টি পরিবার রয়েছে। ঘরগুলো বেশির ভাগ বাঁশ ও কাঠের ঘর হওয়ায় দ্রুত পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পাড়ার আত্মীস্বজন ঘরে আশ্রয় নিয়েছে।

জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদশর্ন করে তাৎক্ষণিকভাবে প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল ও কিছু হাড়ি পাতিল সহায়তা হিসেবে দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।