বরগুনায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

বরগুনায় একটি ট্রাক রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালক নিহত হয়েছেন।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2020, 07:07 AM
Updated : 18 March 2020, 07:07 AM

আমতলী-পটুয়াখালী মহাসড়কের সিকদার বাড়ি বাসস্ট্যান্ডের কাছে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে আমতলী থানার ওসি মো. আবুল বাশার জানান।

নিহত সোহাগ হোসেন (৩৩) যশোর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের আলী হোসেনের ছেলে।

এ ঘটনায় সোহাগের সহকারী বাদশা (১৯) আহত হন বলে জানায় পুলিশ।

ওসি বলেন,“যশোর থেকে কলাপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্রগামী একটি রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং উল্টে গিয়ে ঘটনাস্থলেই চালক নিহত হয়।”

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে জানান তিনি। 

স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজরা বলেন, হাসপাতালে আনার আগেই হোসেনের মৃত্যু হয়। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।