কোয়ারেন্টিনে না থাকায় শরীয়তপুরে ৫০ হাজার টাকা জরিমানা

শরীয়তপুরে হোম কোয়ারেন্টিনে না থেকে প্রকাশ্যে মোটরসাইকেলে ঘোরাঘেরা করায় আরও এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2020, 06:57 AM
Updated : 18 March 2020, 07:37 AM

নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাতে ইতালি থেকে আসা এই ব্যক্তিকে জরিমানা করা হয়।

সাজাপ্রপ্ত রবিন সরদারের (৩০) বাড়ি জেলার নড়িয়া উপজেলার লোনসিং এলাকায়।

ওসি হাফিজুর বলেন, রবিন ৮ মার্চ ইতালি থেকে দেশে আসেন। মঙ্গলবার রাতে তিনি চাকধ বাজার এলাকায় মোটরসাইকেলে করে প্রকাশ্যে ঘোরাফেরা করছিল। খবর পেয়ে নিবাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

সোমবারও শরীয়তপুরে একই অপরাধে দুইজনকে জরিমানা করে ভ্রম্যমাণ আদালত। সৌদি আরব ও ইতালি থেকে আসা সেই দুই ব্যক্তি হোম কোয়ারেন্টিনে না থেকে বাইরে গিয়েছিলেন। এছাড়া মানিকগঞ্জেও দুই ব্যক্তিকে জরিমানা করেছে প্রশাসন।