ফরিদপুরে ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের’ আগুনে পুড়ল ২৫ দোকান

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট’ থেকে অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে গেছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2020, 11:38 AM
Updated : 17 March 2020, 11:39 AM

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, সোমবার রাতে উপজেলার তুজারপুর ইউনিয়নের উঁচাবাড়ী বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ওই বাজারের চাউলের আড়তদার শাহাদাৎ হোসেন বলেন, ঘটনাস্থলের আশপাশে প্রায় ৫০টির মতো দোকান রয়েছে। এর মধ্যে মুদি দোকান ও চাউলের আড়তদারের সংখ্যাই বেশি। রাতে কামরুল নামে এক ব্যক্তির দোকান থেকে আগুন লেগে ছড়িয়ে পড়ে। আগুনে বাদল ঘোষ, লিয়াকত হুজুর, ফজলু মিয়া, কামরুল, শাহাদাৎ হোসেন ও ডাক্তার খোকনসহ ২৫ জনের দোকান ঘর পুড়ে গেছে।

খবর পেয়ে ভাঙ্গা ও সদরপুর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা যান।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মোখলেসুর বলেন, “রাত ৪টার দিকে দুটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”