কোয়ারেন্টিনে না থাকায় মানিকগঞ্জে আরেকজনকে জরিমানা

মানিকগঞ্জে হোম কোয়ারেন্টিনে না থেকে প্রকাশ্যে চলাফেরা করায় আরও এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2020, 09:07 AM
Updated : 17 March 2020, 02:22 PM

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম জানান, সোমবার সন্ধ্যায় ইরাক থেকে আসা এই ব্যক্তিকে (৩০) এই দণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির বাড়ি জেলার সাটুরিয়া উপজেলায়।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, গত ৬ মার্চ এই যুবক ইরাক থেকে দেশে ফেরেন। সোমবার সন্ধ্যায় তিনি বাড়ির বাইরে ঘোরাঘুরি করছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের লোকজন তাকে বাড়ির সামনে রাস্তায় দেখতে পান।

ইউএনও আশরাফুল বলেন, “হোম কোয়ারেন্টিনের নির্দেশ উপেক্ষা করায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। এই আদেশ যিনিই উপেক্ষা করবেন, তাকেই আইনের আওতায় আনা হবে।”

এর আগে রোববার সন্ধ্যায় সাটুরিয়া উপজেলায় সৌদি আরব থেকে আসা আরেক ব্যক্তিকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।