গাইবান্ধায় বিয়েতে এসে বরসহ ভগ্নিপতি কারাগারে

গাইবান্ধায় শ্যালককে বিয়ে দিতে গিয়ে বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে কারাগারে গেলেন বর ও তার ভগ্নিপতি। 

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2020, 01:26 PM
Updated : 16 March 2020, 01:40 PM

শ্যালককে বিয়ে করাতে এসে বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে শ্যালকের সাথে কারাগারে গেলেন ভগ্নিপতি। 

সোমবার দুপুরে তাদের দুইজনকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে; এ ঘটনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউপির মাদারপুর গ্রাম থেকে গত রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার গোয়ালপাড়া গ্রামের সিদ্দিক শেখের ছেলে রবিউল ইসলাম শেখ (১৬) এবং তার ভগ্নিতি ওই উপজেলার কোচমর্দ্দন গ্রামের আব্দুর রউফের ছেলে ফজলুল করিম (৪৫)। 

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন-মাদারপুর গ্রামে এক স্কুল পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করেছে তার পরিবার। তাৎক্ষণিকভাবে পুলিশ নিয়ে বিয়েবাড়িতে হাজির হন তিনি। তাদের দেখে মেয়ের বাবাসহ অন্যরা পালিয়ে যান।

“বর রবিউল ইসলাম শেখ ও তার ভগ্নিপতি ফজলুল করিমকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সাতদিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে মেয়ের পরিবারকে বাল্যবিয়ে সম্পর্কে সতর্ক করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, সোমবার দুপুরে তাদেরকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।