করোনাভাইরাস: রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ হচ্ছে ১৮ মার্চ থেকে

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় সব ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2020, 10:47 AM
Updated : 16 March 2020, 02:27 PM

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলও বন্ধ রাখা হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার জানান, সরকারি সিদ্ধান্তের আলোকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোও বন্ধ থাকবে। সরকারি সিদ্ধান্তের আলোকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সোমবার দুপুরে এক জরুরি সভা শেষে এমন সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আবাসিক হল বন্ধের বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক আব্দুল আলীম বলেন, ‘আগামী ১ এপ্রিল হল খুলে দেওয়া হবে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকে কিংবা সরকার ছুটি বাড়ায় তখন সে অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”