পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় ৪৬ পাথর-শ্রমিক কারাগারে

পঞ্চগড়ে পুলিশের সাথে পাথর শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় ৪৬ পাথর শ্রমিককে কারাগারে পাঠিয়েছে আদালত।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2020, 02:22 PM
Updated : 15 March 2020, 02:22 PM

রোববার বিকালে শ্রমিকদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ শরীফ হোসেন হায়দার।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আমিনুর রহমান জানান, ৫০ জন আসামির আবেদনের উপর শুনানি মেষে বিচারক চারজনের জামিন মঞ্জুর করেন এবং বাকি ৪৬ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিন পেয়েছেন-তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের আতমাগছ এলাকার সবরাতু (৪৬) ও মকবুল হোসেন (৫৫) এবং ভজনপুর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের আবু হাসান (২২) এবং গনাগছ গ্রামের আব্দুল কুদ্দুস (৪০)।

ওই ৫০ জন আসামি এর আগে উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। গত ৯ মার্চ জেলা ও দায়রা জজ আদালতে পুনরায় জামিন আবেদন করেন তারা। সেই আবেদনের উপর শুনানি হয় এই রোববার।

গত ২৬ জানুয়ারি মাটি খনন করে পাথর তোলার দাবিতে পাথর শ্রমিকরা লাঠি-সোটা নিয়ে তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয়।  এসময় যান চলাচল স্বাভাবিক করতে গেলে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। 

এ সংঘর্ষে আহত পাথর শ্রমিক জুমার উদ্দীন (৬০) হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।

এ ঘটনায় সরকারি কাজে বাধা দান, পুলিশ ও র‌্যাবের উপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের অভিযোগে একটি মামলা করেন উপ-পরিদর্শক শাহাদাত হোসেন।

ওই মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪/৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়।